দীর্ঘ ১৮ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার। তাই দীর্ঘদিন পর প্রিয় সহপাঠীদের সঙ্গে চিরচেনা সেই অঙ্গনে মিলিত হলেন সকলেই। সকাল থেকেই ঘাড়ে ব্যাগ নিয়ে প্রিয় স্কুল আঙ্গিনায় ছুটে এসেছে শিক্ষার্থীরা। প্রবেশ মুখেই তাদের টেম্পারেচার পরীক্ষা, হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দিচ্ছেন শিক্ষকরা। ঢং ঢং করে বাজলো ঘণ্টাধ্বনি। শিক্ষার্থীরাও চিৎকার, আর বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে ঢুকছে শ্রেণিকক্ষে। দীর্ঘদিন পর দেখা হওয়ায় আবেগাপ্লুত হয়েছেন অনেকেই। একজন অন্যজনকে জড়িয়ে ধরে কান্না করেছেন। শিক্ষকরাও তাদের সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও চলছে দীর্ঘ সময়ে জমে থাকা আড্ডা। যেন ফিরে পেয়েছে সেই সোনালী দিনগুলো। রাঙ্গুনিয়ার বিভিন্ন স্কুল-কলেজ ঘুরে এই দৃশ্য দেখা গেছে।.
ডে-নাইট-নিউজ / শ্রীকান্ত চৌধুরী
আপনার মতামত লিখুন: